আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক শাসন জারি করে দেশ ও জনগণের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। তাকে ক্ষমতা থেকে সরাতে হবে। এমনটাই জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি ( পিপিপি) দলের নেতা হ্যান ডং-হুন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, শুরুতে শাসক দল ইউনের পাশে ছিল। তবে শুক্রবার (৬ ডিসেম্বর) পিপিপি দলের নেতা হ্যান ডং-হুন জানান, প্রেসিডেন্ট রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন। তার মতে, তিনি ক্ষমতায় থাকলে আবারও সামরিক শাসনের ঘোষণা আসতে পারে।

এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট ইউন আকস্মিকভাবে সামরিক শাসন জারি করেন। ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ দমন করতে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে তিনি এই ঘোষণা দেন। তবে ছয় ঘণ্টার মধ্যেই সংসদের বিরোধিতার কারণে তিনি এই ঘোষণা প্রত্যাহার করেন। 

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ইতোমধ্যেই অভিশংসনের প্রস্তাব পেশ করেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ নিয়ে সংসদে ভোট হওয়ার কথা রয়েছে। তবে, শাসক দলের কিছু সদস্য প্রেসিডেন্টের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। যেন ২০১৬ সালে প্রেসিডেন্ট পার্ক গুন-হাইয়ের অভিশংসনের মতো পরিস্থিতি এড়ানো যায়।

যদি সংসদ অভিশংসনের পক্ষে ভোট দেয়, তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা স্থগিত থাকবে। সংবিধান আদালত ঠিক করবে, তাকে পদ থেকে সরানো হবে কি না। পদত্যাগ বা অপসারণ হলে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ কোরিয়া | প্রেসিডেন্ট | ইউন সুক ইওল | সামরিক শাসন জারি | পিপিপি | পিপল পাওয়ার পার্টি