গেলো কয়েক মাসের আলোচনার পর অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি সই হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করেন।
কিয়েভ-ওয়াশিংটনের নতুন এই খনিজ সম্পদ চুক্তির ফলে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং ইউক্রেনের পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গেলো জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানা পোড়েন দেখা দেয়।
চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানা পোড়েন দেখা দেয়। এই চুক্তি মাধ্যমে কিয়েভের সঙ্গে ট্রাম্প ও হোয়াইট হাউসের সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন ট্রেজারি বিভাগের এক্স পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করছেন। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি ‘একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের স্পষ্ট অঙ্গীকার।
এমএ//