প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ মাসের জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প।
জাতীয় নিরাপত্তার স্বার্থে জারি করা এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ট্রাম্পের এই নির্বাহী আদেশকে ‘আরেকটি অবৈধ প্রতিশোধমূলক ব্যবস্থা’ বলে আখ্যায়িত করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে, বিদেশি শিক্ষার্থীদের রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এর আগে, ইহুদি বিদ্বেষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির কয়েকশ বিলিয়ন ডলারের অনুদান বাতিল করে ট্রাম্প প্রশাসন।
এনএস/