আবহাওয়া

ঈদের দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আগামী শনিবার (০৭ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুল্ক ও আরামদায়ক থাকবে। তবে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (০৭ জুন) বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া ঈদের পর দিন ০৮ জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এমএ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #আবহাওয়া বার্তা #ঈদের দিনের আবহাওয়া #ঈদ #ঈদের আবহাওয়া