জাতীয়

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ফাওজুল কবির

ঈদযাত্রায় অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস তিনি ব্রিফিংয়ে এ কথা জানান। 

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম কমেছে, তাই অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কোথাও ভাড়া বেশি নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদের সময় মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

ভাড়া বৃদ্ধি নিয়ে একটি নির্দিষ্ট ঘটনার কথাও তুলে ধরেন তিনি। জানান, ‘এক জায়গায় যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হয়েছিল। পরে তা ফেরত দেওয়া হয়েছে এবং বাস কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু সাধারণ অভিযোগ আসছে, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখযোগ্য যে, ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, জুন মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম ৩ টাকা করে কমানো হয়েছে।

চলমান ঈদযাত্রায় যাত্রীসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের নজরদারি ও তদারকি জোরদার রয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদযাত্রায় #অতিরিক্ত #ভাড়া #নিলে #কঠোর #ব্যবস্থা #ফাওজুল #কবির