ধর্ম

মসজিদে নামিরায় হজের খুতবা দিচ্ছেন শায়খ সালেহ বিন হুমাইদ

১৪৪৬ হিজরির পবিত্র হজ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০৫ জুন) আরাফার ময়দানে খুতবা প্রদান করছেন মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব, সৌদি আরবের শুরা পরিষদের সম্মানিত সদস্য শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হামিদ। এ বছর হজের খুতবা বাংলাসহ ৩৪টি ভাষায় অনুবাদ করা হবে।

শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শুনে থাকেন তার খুতবা।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। একইসঙ্গে তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #হজের খুতবা