বাণিজ্য শুল্ক নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ফোনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা সিনহুয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে এই ফোনালাপ হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, তিনি প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে এইমাত্র একটি ভাল ফোনালাপ শেষ করলেন। বাণিজ্য চুক্তির বেশ কিছু জটিল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই ফোনালাপ দুই দেশের জন্য ইতিবাচকভাবে শেষ হয়েছে।
তিনি আরও জানান, ‘এই ফোনালাপের পর দুর্লভ খনিজ পণ্য নিয়ে যে জটিলতা তা আর থাকবে না। এ বিষয়ে আলোচনা করতে দুই দেশের স্ব স্ব দল একটি নির্দিষ্ট স্থানে দেখা করবে। ফোনালাপের সময় প্রেসিডেন্ট শি ফার্স্ট লেডি ও তাঁকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানান, এই ফোনালাপে শুধুমাত্র বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। রশিয়া-ইউক্রেন যুদ্ধ বা ইরানের পরমাণু কর্মসূচি- এসব কোন কিছু নিয়ে আলোচনা হয়নি।
এনএস/