দেশজুড়ে

শুক্রবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ

ছবি: ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (০৬ জুন) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার অন্তত ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী। 

তিনি জানান, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ উদ্‌যাপন করেন তারা। ঈদ উপলক্ষে কোরবানির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, সোনাচোঁ, মুন্সিরহাট, কাইতাড়া, মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাঁচানীসহ বিভিন্ন গ্রামে শুক্রবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এই প্রথা চালু করেন। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদ্‌যাপন করে থাকেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি #চাঁদপুর