দেশে সোনার দাম আবারও বেড়েছে। ঈদকে সামনে রেখে সোনার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৫ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ হাজার ৪১৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়।
এছাড়াও, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, দেশীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। এই কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, যা ৬ জুন (শুক্রবার) থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের এখন পর্যন্ত ৩৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বৃদ্ধি পেয়েছে ২৫ বার এবং কমেছে ১২ বার। ২০২৪ সালে সোনার দাম মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি ও ২৭ বার দাম কমানো হয়েছিল।
এমএ//