ধর্ম

মুজদালিফার পথে ১৬ লাখ হাজি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: ফাইল ছবি

পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান শেষে ১৬ লাখের বেশি হাজি এখন মুজদালিফার দিকে যাত্রা করছেন। সেখানে তারা রাতে অবস্থান করবেন, যা হজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

মুজদালিফায় পৌঁছে তারা কংকর সংগ্রহ করবেন এবং আগামীকাল শুক্রবার (০৬ জুন) ফজরের পরে মিনার উদ্দেশে রওয়ানা দেবেন। সেখানে শয়তানকে কংকর নিক্ষেপ, পশু জবাই এবং ফরজ তওয়াফসহ বিভিন্ন ধর্মীয় কাজ সম্পন্ন করবেন হাজিরা।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা নামার সাথে সাথে হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করে মুজদালিফার দিকে যাত্রা করেন। সেখানে পৌঁছে তারা এক আজান ও দুই ইকামতে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার, তবে লাখ লাখ মানুষের যাত্রায় এই পথ পার করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে।

এবারের হজে, সৌদি কর্তৃপক্ষ জানায়, ১৬ লাখের বেশি মুসলমান হজ পালন করেছেন। ১৪৪৬ হিজরি সনের হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের বিশিষ্ট আলেম শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। খুতবাটি বাংলাসহ ৩৫টি ভাষায় সম্প্রচারিত হয়।

আরাফাতের ময়দানে হাজিরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, এবং খুতবা শেষে তারা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন। সারা দিন সেখানে ইবাদত-বন্দেগি শেষে তারা মুজদালিফায় রাত কাটাতে যান।

পরবর্তী দিন, ৬ জুন, হাজিরা কংকর সংগ্রহ করে মিনার দিকে রওয়ানা দেবেন। সেখানে শয়তানকে কংকর নিক্ষেপ, পশু কোবরানি এবং বায়তুল্লাহয় তওয়াফ করবেন। মিনায় এসে দুই দিন অবস্থান করে, শয়তানকে কংকর মারার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ বছর হজে অংশগ্রহণ করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলমান, যারা ১৭১টি দেশ থেকে সৌদি আরবে আসেন। এর মধ্যে সৌদি আরবের এক লাখ ৬৬ হাজার ৬৫৪ জন এবং বিদেশ থেকে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন হাজি। পুরুষ হাজির সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৮৪১, আর নারী হাজির সংখ্যা ছিল ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হজ #হজ ২০২৫