গাজার প্রতিরোধ যোদ্ধা হামাসকে মোকাবিলায় উপত্যকাটির সশস্ত্র গ্যাংদের ব্যবহার করছে ইসরাইল। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এ কথা স্বীকার করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে তাঁর সরকার গাজার স্থানীয় শক্তিশালী গোত্রগুলোকে সক্রিয় করেছেন।
অন্যদিকে এক ইসরাইলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম দ্য এসোসিয়েটেড প্রেস, এপি বলছে, হামাসের বিরুদ্ধে নেতানিয়াহু যেসব সশস্ত্র গোষ্ঠীটিকে ব্যবহারের কথা বলছেন, তাদের মধ্যে একটি 'পপুলার ফোর্সেস'। গাজার রাফায় সক্রিয় এই গোষ্ঠীটির নেতা ইয়াসির আবু শাবাব।
এনএস/