জাতীয়

ঈদে ঢাকার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহায় ঢাকায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ নিশ্চিত আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট আছি। রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে ৫০০ টি টহলদল মোতায়েন করা হয়েছে। 

শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদের নামাজ স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে এবং সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।‘ 

জাতীয় ঈদগাহে নিজস্ব জায়নামাজ আনতে হবে না উল্লেখ করে তিনি বলেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রস্তুতির কোনো ঘাটতি নেই।, 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটির মধ্যেও সারাদেশে দায়িত্বে রয়েছে। ঢাকা শহরের অলিগলিতে ৫০০টি টহল দল মোতায়েন করা হয়েছে। মাঝেমধ্যে ছোটখাটো ঘটনা ঘটে- আমরা এমন ঘটনাও রোধে কাজ করছি।‘ 

অপরাধী গ্রেপ্তার করার কয়েকদিন পরে বের হয়ে আরও বেশি অপরাধে জড়িয়ে যায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো আর পুলিশের হাতে না। এটা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘কেউ অবৈধ কাজে জড়িয়ে গেলে তাকে ছাড়া হবে না। পুঁটিমাছ কিংবা রুই কাতলা যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান।‘

এসময় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে, আমরা এটির তদন্ত করছি।’

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা #ঈদ #ঈদুল আজহা #জাহাঙ্গীর আলম