রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নিবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো বুধবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ৮৫ মিনিট ধরে চলা এই ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের নেয়ার কথা খুব জোরালোভাবে বলেছেন। এছাড়া ফোনালাপের পর ট্রাম্প সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে খুব তাড়াতাড়ি যুদ্ধবিরতির সম্ভাবনা কম।
রাশিয়ার কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। তবে এর আগে মস্কো জানিয়েছিলো, ইউক্রেনকে জবাব দিতে সামরিক উপায়গুলো নিয়ে ভাবছে তারা।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হচ্ছে, ফোনালাপের সময় পুতিন ট্রাম্পকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছে। এছাড়া দেশটির সরকার যে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, তাও ট্রাম্পকে বলা হয়েছে।
এছাড়া দেশটি দুটির নেতারা কীভাবে তাদের সম্পর্ক পুনরায় স্বভাবিক করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন।
গেলো ১ জুন কয়েকশ ড্রোন দিয়ে রাশিয়ার চারটি সামরিক ঘাঁটিতে হামলা করে ইউক্রেন। এই হামলার পর প্রথমবারের মত টেলিফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এনএস/