দেশজুড়ে

গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়া মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে আহতরা হলেন, কারখানার সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (২৫)।

বৃহস্পতিবার (১ মে) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজন হাপাতালে এসেছে। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজনের ৪০ শতাংশ, একজনের ৩৪ দগ্ধ ও একজনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। একজনের দগ্ধের পরিমাণ দুই শতাংশ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বাকিদের ভর্তি করা হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আহত সাইফুলের বাবা জানান, সকালে দুইজন সিকিউরিটি গার্ডসহ কারখানা ঘুরে দেখার সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে তার ছেলে, দুই সিকিউরিটি গার্ড ও অন্য আরেকজন দগ্ধ হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন নারায়ণগঞ্জ | দগ্ধ