মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সময়ের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১ মে) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়াল্টজকে মনোনীত করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়াল্টজ একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। সেখানে গ্রুপ চ্যাটের গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস হয়ে যায়।
যদিও ট্রাম্প প্রশাসন জানায়, সেখানে গোপন কোনো নথি ছিল না। তবে ওয়াল্টজের ভূমিকাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক।
ট্রাম্প তাকে তাৎক্ষণিক বরখাস্ত করেননি। তবে তার পদ শঙ্কায় পড়ে যায়। সেই ঘটনার পর থেকে ওয়াল্টজ তার প্রভাব হারাতে থাকেন।
এমএ//