আন্তর্জাতিক

ত্রাণবাহী জাহাজে ইসরাইলের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাওয়া জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে। মাল্টার আন্তর্জাতিক জলসীমায় এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদসংস্থা রয়টার্স

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন ড্রোন হামলার শিকার কনসিয়েন্স জাহাজের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ঘটনার জন্য তারা ইসরাইলকে দোষারোপ করেছেন।

মাল্টা সরকার এবং জাহাজে যারা ত্রাণ পাঠিয়েছেন তারা বলেছেন, বোমা হামলার শিকার জাহাজ থেকে নিরাপদে সবাইকে উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় অবশ্যই ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করা হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহি চাওয়া হবে।

তবে এ ঘটনার জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ফ্রিজম ফ্লোটিলিয়া কোয়ালিশন জানিয়েছে, হামলার ফলে জাহাজটি ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিল। তারা মূলত গাজায় প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। হামলায় এ পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ত্রাণ | ইসরাইল