প্রবল বৃষ্টিপাত আর ঝোড়ো বাতাসে বিপর্যস্ত অবস্থায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার (২ মে) সকালে দিল্লি থেকে ১২০ টি ফ্লাইট-যাত্রা বিলম্বিত হয়েছে এমন আবহাওয়ার কারণে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গাছচাপায় তিন সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) পর্যন্ত আবহাওয়া বিভাগ দিল্লিতে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই অন্তত তিনটি ফ্লাইট আহমাদেবাদ জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ফ্লাইটরেডারের তথ্য থেকে জানা যায়, দিল্লি বিমানবন্দরে ফ্লাইটগুলোর অবতরণে গড়ে ২১ মিনিট এবং ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোর ৬১ মিনিট করে দেরি হয়েছে।
আজ দিল্লির তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এতে রাজধানীতে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এমএইচ//