ভক্ত-দর্শকদের অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে মুক্তি পেলো পুষ্পা-টু: দ্য রুল। ভারতের দক্ষিনী এই চলচ্চিত্রটি বিশ্বজুড়ে সাড়ে ১১ হাজারেরও বেশি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও তাণ্ডব চালাচ্ছে।
মঞ্চ আগে থেকেই তৈরি ছিল ৷ অপেক্ষা ছিল শুধু খেলা দেখার ৷ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে রুপির সুনামি আনলেন তা ভারতীয় বক্সঅফিস রেকর্ড ৷
তাঁর পুষ্পা-টু: দ্য রুল ভেঙে ফেলেছে পুরনো সব রেকর্ড৷ মজার বিষয় হল, সিনেমার ঝুলিতে টাকার এই বৃষ্টি হয়েছে সাধারণ দিনের হিসাবে ৷ কারণ ছুটির দিন বা উৎসবের দিন এই ছবি মুক্তি পায়নি।
তিন বছর ধরে তিল তিল করে জমেছিল অপেক্ষার পাহাড়। এ অপেক্ষা ছিল ‘পুষ্পা –টু: দ্য রুলের। গেলো বৃহস্পতিবার পুস্পা রাজ রূপে আল্লু অর্জুন ধরা দিতেই ধৈযের তার ছিড়ে যায় দর্শকদের। বাঁধ কাটা জলস্রোতের মতো জনস্রোত হয় হলমুখী।
পুষ্পা টু’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে।
ব্লকবাস্টার এই ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ দেশের বাইরে সিনেমার টিকিট বিক্রির হিসাব নিয়ে যে কটি সংস্থা কাজ করে, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান স্যাকনিল্ক বলছে,পুষ্পা-২ প্রথম দিনই হাসতে হাসতে আয়ের ঝুলিতে জমা করেছে ১৭৪ কোটি ৯০ লাখ রুপি।
পরের দিন যোগ করে ৯০ কোটি ১০ লাখ। প্রথম দিনের সঙ্গে যোগ করলে দাঁড়ায় ২৬৫ কোটি রুপি।
এ তো গেলে ছবিটির ভারতের হলগুলো থেকে আয়ের হিসাব। আর বিশ্বব্যাপী আয়ের হিসাবে পুষ্পা-টু: দ্য রুল সিনেমাটি দুই দিন বা ৪৮ ঘণ্টায় ৪০০ কোটি টাকা তুলে নিয়েছে। এ খবর শুনে চক্ষু চড়ক গাছ ভারতের ফিল্মি জগতের সবার।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। মুক্তি পাওয়ার পর রেকর্ড আর রেকর্ড। এরই মধ্যে পুষ্পা-২ বিশ্বব্যাপী ভারতীয় একটি ছবি যেটি 'বিগেস্ট ওপেনিং' এর তকমা পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপল আর।
শুধু তাই নয়, প্রিমিয়ার ধরে ভারতীয় কোনও ছবি যা প্রথম দিন ২০০ কোটির ঘরে আয় করেছে৷ তেলুগু ও হিন্দিতে দুটি ছবিই একদিনে ৫০ কোটি আয় করে ৷ পুষ্পা-২ মুক্তির পরেই হাই ডিমান্ডের কারণে বিভিন্ন জায়গায় টিকিট ও মিড নাইট শোয়ের চাহিদা বেড়েছে ৷
মুম্বাই, পুণে, নয়াদিল্লি ও কলকাতায় একই কারণে মিডনাইট শো টাইম বাড়ানো হয়েছে ৷
পুষ্পা বক্সঅফিসে মোটা অঙ্কের নম্বর নিয়ে সফলতার দিকে গেলেও আসল পরীক্ষা সোমবার ৷ উইকএন্ডের পর পুষ্পা নিজের ক্যারিশ্মা ধরে রাখতে পারে কি না, সেটাই হবে আসল ব্যাপার ৷ কারণ এর আগে দেখা গিয়েছে, স্ত্রী -টু কয়েক সপ্তাহ ধরে বক্সঅফিসে ভালো ব্যাটিং করেছিল ৷
আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা ও ফাওহাদ ফাসিল অভিনীত ছবির বাজেট ছিল ৫০০ কোটি টাকা ৷ যেখানে শুধুমাত্র আল্লুর পারিশ্রমিক ছিল ২০০ কোটি রুপি।
সব মিলিয়ে ৫০০কোটি রুপি ঘরে তোলার পর ছবির অতিরিক্ত আয় কত হয়, সেই দিকে থাকবে নজর ৷
এমআর//