সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। এতে দৈনিক গড়ে ৯ টি করে খুনের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।
পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল পুলিশের ‘অপরাধ পরিসংখ্যান’। এরপর গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নতুন করে পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।
পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫ টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরও দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১ টি। এমনকি ২০২০ সালে যখন করোনা মহামারী চলছে, তখনো প্রায় সাড়ে ৩ হাজার খুনের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সাংবাদিকরা পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন।
এরপর পুলিশের পক্ষ থেকে গত ৫ মাস ৮ মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট) অপরাধ পরিসংখ্যান প্রকাশ করা হয়।
এম এইচ//