রাজধানীর উত্তরায় ইয়াবা দিয়ে দুলাভাই মো. আব্দুল কাদেরকে ফাঁসানোর সময় শ্যালক মো. রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবাও জব্দ করা হয়।
বুধবার (১২ অক্টোবর) ভোররাতে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, রনি তার দুলাভাই আব্দুল কাদেরের মোটরসাইকেলে ইয়াবা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছিলেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোর্স পরিচয় দিয়ে রনি পুলিশকে ফোন দেন। তিনি জানান, আব্দুল কাদের নামে এক ইয়াবা কারবারির মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা রয়েছে। পরে রনির দেয়া তথ্য অনুযায়ী সেই মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। কিন্তু, কাদের এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।
ওসি বলেন, মোটরসাইকেলের সিটের লক ভাঙা দেখলে পুলিশের সন্দেহ হয়। এরপর রনিকে জিজ্ঞাসাবাদের সময় কাদের তাকে নিজের শ্যালক বলে পরিচয় দেন এবং তাদের সঙ্গে পারিবারিক সমস্যা আছে বলে দাবি করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রনি স্বীকার করেন যে, দুলাভাইকে ফাঁসাতে তিনি নিজেই এসব ইয়াবা মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখেন এবং সোর্স পরিচয়ে পুলিশকে কল করেন।
এ ঘটনায় রনির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
অনন্যা চৈতী