বিনোদন

তেরোতেই সৌন্দর্য-উচ্চতায় ঐশ্বরিয়াকে ছাড়িয়ে যাচ্ছেন আরাধ্যা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছেন। তাকে ঘিরে নেটিজেনদের বরাবরই কৌতূহল তুঙ্গে। আরাধ্যা ছোটবেলা থেকেই মায়ের ছায়াসঙ্গী। বিভিন্ন অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে প্রায়ই দেখা যায় তাকে।

আরাধ্যার সাম্প্রতিক ছবি ও অনুষ্ঠানের ঝলক নজর কেড়েছে নেটিজেনদের। মা ঐশ্বরিয়ার সৌন্দর্য ও উচ্চতা যেন সমানতালে পেয়েছেন তিনি। তাঁর মিষ্টি হাসি আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে নেটিজেনদের মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় উঠেছে। একটি পারিবারিক ছবিতে আরাধ্যাকে দেখা গেছে মা ও দিদিমার মাঝখানে দাঁড়িয়ে, হালকা হলুদ ও রুপালি পোশাকে।

বচ্চন পরিবারে উচ্চতা বরাবরই আলোচনার বিষয়। অমিতাভ বচ্চনের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, অভিষেকের ৬ ফুট ২ ইঞ্চি, আর ঐশ্বরিয়ার ৫ ফুট ৬ ইঞ্চি। আরাধ্যাও একই ধারাবাহিকতায় এগিয়ে চলেছেন।

গত কয়েক মাসে অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তবে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি কিছুটা হলেও জল্পনা প্রশমিত করেছে।

অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালে বিয়ে করেন। ২০১১ সালে তাদের পরিবারে আসে ছোট্ট আরাধ্যা। জন্মের পর থেকেই আরাধ্যা পরিবারের কেন্দ্রে।

বলিউডের এই তরুণ তারকাসন্তান যে ভবিষ্যতে আরও আলোচনার কেন্দ্রে থাকবে, তা নিশ্চিত। তার হাসি, ব্যক্তিত্ব, ও তারকা পরিচয় ইতোমধ্যে সবার ভালোবাসার পাত্রী করে তুলেছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন অভিষেক বচ্চন | ঐশ্বরিয়া রাই | আরাধ্যা বচ্চন