বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নামে একটি পেজ চালু করেছেন। সেই পেজটি হ্যাকড হয়েছে।
গতকাল শনিবার রাতে বাফুফের মিডিয়া বিভাগ পেজটি হ্যাকড হবার তথ্য নিশ্চিত করেছে। গত ১০ মাস ধরে জাতীয় ফুটবল দলের এই ফেসবুক পেজ থেকে দেশের পুরুষ ও নারী জাতীয় দলের সব ধরনের আপডেট দেওয়া হতো। পেজটি এখনো ভেরিফায়েড না হলেও অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছিল ৭৮ হাজার। পেজটি থেকে এখন মুভির ক্লিপ প্রকাশ করা হচ্ছে।
বাফুফের মিডিয়া ব্যবস্থাপক সাদমান সাকিব বলেছেন, ‘জাতীয় দলের অফিশিয়াল পেজটি হ্যাকড হওয়ার ব্যাপারটি বুঝতে পারার পর থেকে এটি ফিরে পাওয়ার কাজ চলছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।’ দ্রুততম সময়ের মধ্যে পেজটি উদ্ধার করা হবে বলেও ফেডারেশনের পক্ষ থেকে তিনি জানিয়েছেন। সাময়িক অসুবিধার জন্য বাফুফে দুঃখও প্রকাশ করেছে।
কয়েক বছর আগে বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজও হ্যাকড হয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয়।