কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঢাকায় বসবাসরতদের সংগঠন ‘ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি-ঢাকা’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন মুকুল ।
শনিবার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষিত হয়।
নবনিযুক্ত কমিটিতে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ মোঃ মনিরুল ইসলাম, এনামুল হক, কম্যান্ডার রুহুল আমিন, পি কে এম এনামুল করিম, ডা. জসিম উদ্দিন, মমিনুল ইসলাম ভুইয়া, শাহজাহান খান রবি, কামাল উদ্দিন, অ্যাডভোকেট মিতু ইয়াসমিন, শফিকুল ইসলাম দুলাল,
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহসিন কবির সরকার, জুনায়েদ আহমেদ জুয়েল, শরিফুল আলম, কামরুল ইসলাম ভূঁইয়া, মোস্তফা কামাল,
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক এরশাদুল আলম ভূইয়া, কোষাধ্যক্ষ রেজাউল কবির বাদল, দপ্তর সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন আকাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম সরকার, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল হক ভূঁইয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক গোলাম জিলানী সরকার, ক্রীড়া সম্পাদক কবির হোসেন টিটু, সহ ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহিল বাকি, সহ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আহসানুর রহমান হাসান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মহিবুল্লাহ সিদ্দিকী, সদস্য হিসেবে আছেন হাজী জসিম উদ্দিন, মতিউল ইসলাম, সরকার জহিরুল হক মিঠন, আতাউর রহমান রুজেল, ডঃ মোবারক হোসেন, আনোয়ার হোসেন মাসুম, ফরিদ উদ্দিন আহমেদ, গোলাম জিলানি, আবদুস সালাম, অ্যাডভোকেট আতিকুর রহমান খান, গোলাম হোসাইন খান আজিম, ইমন ইমরানসহ আগামী দুই বছরের জন্য ৬৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল বারির।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম।
আই/এ