বিনোদন

বলিউডের তিন খান এক সিনেমায়?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, এবং আমির খানকে একসঙ্গে বড়পর্দায় দেখা ভক্তদের বহু দিনের স্বপ্ন। সম্প্রতি, সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে আমির খান এই বিষয়ে আবারও ইঙ্গিত দিয়েছেন।

আমির জানান, শাহরুখ ও সালমানের সঙ্গে একসঙ্গে সিনেমা করার প্রস্তাব নিয়ে তিনি আলোচনা করেছেন। তার মতে, তিনজনের এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও, একসঙ্গে কাজ না করা দর্শকদের জন্য বড় বঞ্চনা। তবে একটি ভালো গল্প ও চিত্রনাট্যের জন্য তারা অপেক্ষা করছেন।

কয়েক বছর আগে কারিনা কাপুর বলেছিলেন, তিন খানকে এক সিনেমায় দেখতে চান। সেই মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে ভক্তরা এখনো আশায় বুক বাঁধছেন। যদিও শাহরুখ ও সালমান একাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া  সালমান ও আমিরকেও একসঙ্গে দেখা গেছে। তবে শাহরুখ ও আমিরকে একসঙ্গে কখনো অভিনয় করতে দেখা যায়নি।

আমির খান জানালেন, ছয় মাস আগে তিনি শাহরুখ ও সালমানের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলেছেন। শাহরুখ ও সালমান উভয়েই এ প্রস্তাবে আগ্রহী এবং ভালো চিত্রনাট্য পাওয়ার পর শিগগিরই এটি বাস্তবায়িত হতে পারে।

জেদ্দায় অনুষ্ঠিত উৎসবে এক নারী দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান আবারও বিষয়টি নিয়ে তার আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা আলোচনা করেছি। গল্প পেলেই কাজ শুরু হবে।"

যদিও তিন খানকে একসঙ্গে বড়পর্দায় দেখা এখনো নিশ্চিত নয়, তাদের আগ্রহ এবং সাম্প্রতিক আলোচনাগুলো বলিউডপ্রেমীদের আশার আলো জাগিয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড | শাহরুখ খান | সালমান খান | আমির খান | রেড সি ফিল্ম ফেস্ট | সৌদি আরব