বলিউড তারকা দীপিকা পাডুকোন সম্প্রতি মা হওয়ার পরে প্রথমবার জনসমক্ষে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন। চলতি বছর গেলো ৮ সেপ্টেম্বর রণবীর সিং এবং দীপিকা তাদের প্রথম সন্তান। কন্যা দুয়া পাডুকোন সিং-এর জন্মের পর থেকেই আড়ালে ছিলেন দীপিকা। তবে গেলো ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।
সাদা জ্যাকেট ও জিন্স পরে কনসার্টে আসা দীপিকাকে পুরোপুরি উদ্দাম মেজাজে দেখা গেছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, দিলজিতের গানের সঙ্গে ভাঙ্গড়া এবং মঞ্চে গায়কের সঙ্গে তার উপস্থিতি সব মিলিয়ে ভক্তদের মন মাতিয়েছে। দিলজিতের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তিনি দীপিকাকে মঞ্চে আমন্ত্রণ জানানোর পর দর্শকদের উল্লাসে ভরপুর মুহূর্ত।
মাতৃত্বের কারণে দীপিকার শরীরে কিছুটা পরিবর্তন এসেছে। যা তিনি সহজভাবে গ্রহণ করেছেন। ১৫ বছরের ক্যারিয়ারে সর্বদা ফিটনেস বজায় রাখা এই অভিনেত্রী এখন মাতৃত্বের প্রভাবকে গর্বের সঙ্গে উপস্থাপন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই উপস্থিতি নিয়ে উচ্ছ্বাসে ভরেছেন ভক্তরা। কেউ বলেছেন, ‘দীপিকা কি বেঙ্গালুরুতে?’ আবার আরেকজন মন্তব্য করেছেন, ‘এর মানে বাবা রণবীর ডিউটিতে, দুয়াকে সামলাচ্ছেন’। আর কেউ কেউ দীপিকা ও দিলজিতের একটি সিনেমা দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন।
চলতি বছরের ১ নভেম্বর দীপিকা ও রণবীর তাদের মেয়ের নাম ‘দুয়া পাডুকোন সিং’ ঘোষণা করেন। ইনস্টাগ্রামে দীপাবলির দিনে মেয়ের সাজানো একটি পায়ের ছবি পোস্ট করে তারা সেই খবর শেয়ার করেছিলেন।
দীপিকার এই উপস্থিতি মাতৃত্বের পরে এক নতুন অধ্যায়ের সূচনা। তার সহজাত এবং আত্মবিশ্বাসী রূপ বলিউডে আরও একটি প্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভবিষ্যৎ প্রকল্পের জন্য।
জেডএস/