বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নেতাকর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের বিশ্বাস এবং আস্থাই হচ্ছে আমাদের পুঁজি।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা চাই সকল দলকে নিয়ে এমন সরকার গঠন করতে যাতে সব মানুষ মতামত রাখতে পারে। প্রত্যেককে তার অবস্থান থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। জনগণের আস্থাকে রক্ষা করতে হবে। এ ব্যাপার সচেতন থাকতে হবে’।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস হারানোর মতো এমন কোনো কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের কাছ থেকে তিনি প্রত্যাশা করেন না। দেশ পুনর্গঠনের জন্য ৩১ দফা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে।
এর আগে রাজধানীর খিলক্ষেতে এক কর্মশালায় যুক্ত হয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর দলের কিছু নেতাকর্মীর কার্যক্রম সাধারণ মানুষ পছন্দ করছেন না। তাই জান-প্রাণ দিয়ে হলেও জনগণের আস্থা, বিশ্বাস ধরে রাখতে হবে।
রংপুরে অনুষ্ঠিত অপর এক কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত এ চেয়ারপার্সন বলেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির। বিএনপির আস্থা ধরে রাখতে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।
এসব কর্মশালায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আই/এ