আন্তর্জাতিক

রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে বাশার আল আসাদ

আন্তর্জাতিক ডেস্ক

বাশার আল আসাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছবি: ফাইল

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি পরিবারসহ আছেন বলে জানা গেছে।

মানবিক কারণে বাশার আল আসাদ ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে বলে রুশ গণমাধ্যমের বরাতে প্রতিবেদন করেছে বার্তাসংস্থা রয়টার্স।

রোববার (৮ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দিয়েছেন।

সিরিয়াতে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ায় রাশিয়ার কূটনীতিক স্থাপনাগুলোরও নিরাপত্তা দেবে বিদ্রোহীরা। রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিদ্রোহীরা।

বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেয়ার পর সিরিয়াতে আসাদ যুগের ছয় দশকের শাসনের অবসান ঘটে।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিয়া | বাশার আল আসাদ | রাশিয়া