আর্কাইভ থেকে অপরাধ

মসজিদ নির্মাণের আড়ালে ফুটপাথ দখল

মসজিদ নির্মাণের আড়ালে ফুটপাথ দখল

ফুটপাথ দখল করে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বিজিপ্রেস স্কুলের মোড়ে। ঢাল হিসেবে সামনে রাখা হয়েছে মসজিদ। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের অজুহাত দিয়ে  একটি অপরাধী চক্র  একই কায়দায় একের পর এক ফুটপাত দখল করছে।

নির্মাণের বিষয়টি বারবার ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশকে জানানোর পরও অজানা কারনে দখল বন্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ প্রভাবশালীদের সঙ্গে প্রশাসনের সক্ষতা থাকায় ব্যবস্থা নেয়া হচ্ছে না।

২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি বলেন, যারা এখানে মসজিদ নির্মাণ করছে, আমরা তাদের বলেছি। এরপরও তারা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমরা কয়েকবার বাধাও দিয়েছি। এখন মসজিদতো আল্লাহর ঘর, এ জন্য কিছুটা ছাড় দিয়েছি আমরা।

নগরবিদ ইকবাল হাবিব বলেন, অনৈতিক লাভের আশায় প্রশাসন ব্যবস্থা নেয় না। অবিলম্বে তাদের জবাবদিহিতার আওতায় আনার হক। অবৈধ কর্মকান্ডে প্রশাসনের নিরব ভূমিকা প্রমাণ করে তারা কোন না কোন ভাবে এসবের সঙ্গে জড়িত। 

ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি ওয়ালীয়ুর রহমান খান বলেন, ইবাদতের জন্যই মসজিদ নির্মাণ করতে হবে। অসৎ উদ্দেশ্যে নির্মাণ করা হলে শরিয়তের বিধান অনুযায়ী তা মসজিদ হিসেবে গণ্য হবে না। ধর্মকে পুঁজি করে অর্থনৈতিক লাভের আশায় জমি দখল করে মসজিদ নির্মাণ ইসলামের দৃষ্টিতে হারাম।

তেজগাঁও বিভাগ উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, দখলের শুরুর দিকে জনগণের চলাচলের ফুটপাতে অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না । কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি আবারও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনিও ব্যবস্থা নেয়ার পুরনো আশ্বাস দেন। এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, এটা তদন্ত করে দেখতে হবে যে, এটা বাণিজ্য না মসজিদ। তদন্তের পর যদি বাণিজ্যিস্থাপনা চিহ্নিত হয় এবং সিটি করপোরেশনের অধীনে হয় তাহলে অবশ্যই সরিয়ে দেয়া হবে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন মসজিদ | নির্মাণের | আড়ালে | ফুটপাথ | দখল