আন্তর্জাতিক

বন্ধ হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসছে ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আইন বাতিল করবেন।

সোমবার (৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এনবিসি’র ‘মিট দ্য প্রেসে’ দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বালিত করবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। 

অবৈধ অভিবাসীদের দেশ থেকে বহিষ্কার করার অঙ্গীকার করে ট্রাম্প বলেন , তিনি পরিবারগুলোকে ভাঙতে চান না। তবে তাদের একসঙ্গে রাখতে হলে সবাইকে ফেরত পাঠাতে হবে।তবে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে জানান, যারা শিশুকালে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদের জন্য কিছু সহায়তার পথ খোলা থাকবে।

এছাড়া ২০২১ সালের ইউএস ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার বিষয়টি বিবেচনা করবেন ট্রাম্প। সেই দাঙ্গায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত কয়েকশ লোককে ক্ষমা করতে চাইবেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এই মানুষগুলো নরকযন্ত্রণা ভোগ করছে। আমরা মামলাগুলো দেখব। হ্যাঁ, আমি খুব দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছি। আর সেটা প্রথম দিনেই।’

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্র | ডোনাল্ড ট্রাম্প | জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব