সৌদি আরবের জেদ্দায় ১২ দিন ব্যাপি চলমান ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এবার আলো ছড়াল ঢাকাই সিনেমা ‘সাবা’। রোববার (৮ ডিসেম্বর) কালচারাল স্কয়ার অডিটোরিয়ামে বড় পর্দায় প্রদর্শিত হয় সিনেমাটি।
প্রদর্শনীর আগে টকটকে লাল শাড়িতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী রেড কার্পেটে উপস্থিত হয়ে সবাইকে মুগ্ধ করেন। তার প্রাণোচ্ছল হাসি আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় মেহজাবীনের।
পরিচালক মাকসুদ হোসাইনের প্রথম সিনেমা ‘সাবা’ মা-মেয়ের জটিল সম্পর্কের একটি আবেগঘন কাহিনি। সিনেমাটি তারই পরিবারের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বসিত এই নির্মাতা । প্রদর্শনীতে হলিউড নির্মাতা স্পাইক লির উপস্থিতি তাকে আরও অনুপ্রাণিত করেছে।
এর আগে টরেন্টো এবং বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ‘সাবা’। এবার সৌদি আরবে প্রদর্শনী শেষে দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধ মেহজাবীন। জানিয়েছেন, ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চান।
২০১৯ সালে যাত্রা শুরু করা ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’ বিশ্ব সিনেমা ও আরবের চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে কাজ করছে। এর দ্বিতীয় আসরে ৮৫টি দেশের ৪৯টি ভাষায় ১২২টি সিনেমা প্রদর্শিত হচ্ছে।
জেডএস/