ক্রিকেট

সিরাজকে জরিমানা, হেডকে তিরস্কার করলো আইসিসি

অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলে ট্রাভিস হেড আউট হওয়ার পর মোহাম্মদ সিরাজ সাথে কথা কাটাকাটি হয়।  সেই ঘটনায় শেষ পর্যন্ত শাস্তি পেলেন দুজনই।

আজ সোমবার (৯ ডিসেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।  সাথে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ভারতীয় পেসারের হিসাবের খাতায়।  

অন্যদিকে হেডের হিসাবের খাতাতে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।  তবে কোনো জরিমানা করা হয়নি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।  তাঁকে শুধু তিরস্কার করা হয়েছে।

এর আগে সেই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে হেড বলেছিলেন, ‘আমি তাকে (সিরাজকে) মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।

 

কিন্তু হেডের সেই দাবি মিথ্যাচার বলে স্টার স্পোর্টসকে সিরাজ বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার (হেডের) এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন হেড | সিরাজ