ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সফরকারীদের একাদশে দু-একটি পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেই পরিবর্তন ব্যাটিং লাইন-আপে নয়, বরং বোলারদের মধ্যে থেকে আসতে পারে।
আজ, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সেন্ট কিটসে নামবে দুই দল।
প্রথম ম্যাচে ব্যাটারদের তিন ফিফটিতে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। তবে এই রান সহজেই টপকে যায় উইন্ডিজরা। এমনকি হাতে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা।
আজ তানজিম হাসান সাকিব বা নাহিদ রানা বসতে পারেন। তাদের যে কারও জায়গায় হাসান মাহমুদ বা শরিফুল ইসলামকে দেখা যেতে পারে। অন্যুদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং লাইন-আপে অবশ্য তেমন কোনো পরিবর্তনের জায়গা আপাতত নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
এম এইচ//