বিনোদন

দুয়াকে নিয়ে প্রকাশ্যে এলেন দীপিকা

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পড়া পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করার পরে, সম্প্রতি মেয়েকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। পরনে লম্বা লাল ম্যাক্সি ড্রেস, চুলে বাঁধা খোঁপা ও চোখে রোদচশমায় দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। তবে কোন ভাবেই কন্যার মুখ প্রকাশ্যে আনেননি তিনি।

গেলো ৮ ডিসেম্বর বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্ট শেষে করে মুম্বাই ফিরলেন দীপিকা। ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পড়ে দিলজিতের কনসার্টে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে দিলজিতের কনসার্টে তার মাতৃত্বকালীন ছাপ চোখে পড়েছে নেটিজেনদের কাছে। সামান্য মুটিয়ে গেলেও লাবণ্যে কোনও ঘাটতি পড়েনি।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর ৮ সেপ্টেম্বর তাদের কোল আলোকিত করে আসে কন্যা সন্তান দুয়া পাডুকোন সিংহ। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন দীপাবলি