বিনোদন

বাসের সঙ্গে ঐশ্বরিয়ার গাড়ি সংঘর্ষ, কেমন আছেন অভিনেত্রী?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় বুধবার ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা।  প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিলাসবহুল গাড়িটি একটি সরকারি বাসের পেছন থেকে ধাক্কা খায়।  তবে গাড়ির কোনও বড় ধরনের ক্ষতি হয়নি। শুধুমাত্র কিছু অংশ তুবড়ে গেল।

সম্প্রতি ঐশ্বরিয়ার গ্যারাজে যুক্ত হয়েছিল তার নতুন গাড়ি, যার দাম প্রায় ১.৪৯ কোটি টাকা।  গাড়ির নম্বর প্লেট দেখে পরিচিতরা দ্রুত বুঝে ফেলেন যে এটি ঐশ্বরিয়া বচ্চনের গাড়ি।  তবে সুখবর হল যে দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে ঐশ্বরিয়া বা তার পরিবারের সদস্য কেউই ছিলেন না।  গাড়ির ভেতরে কেবল চালক ছিলেন, যিনি দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে পরিস্থিতি দেখেন এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িটি নিয়ে চলে যান।

গেলো বছর দীপাবলির সময় ঐশ্বরিয়া এই গাড়িটি কিনেছিলেন এবং তার নম্বর প্লেট ছিল '৫০৫০', যা সবার নজরে আসে।  কিছু সময়ের মধ্যেই ঘটনাটি কভার করার জন্য গণমাধ্যম এবং ফটোগ্রাফাররা সেখানে ছুটে আসে ।

এদিকে বচ্চন দম্পতি সম্পর্কে প্রায় এক বছর ধরে বিচ্ছেদের জল্পনা চলছিল।  বিশেষ করে, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে না যাওয়ার পর এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে।  তবে কিছুদিন আগে আরাধ্যার জন্মদিন এবং স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে বচ্চন দম্পতি সেই সমস্ত জল্পনার অবসান ঘটান এবং গণমাধ্যমকে জানান, তাদের মধ্যে সবকিছু ভালোই চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন মুম্বাই | ঐশ্বরিয়া রায়