সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’। বাংলাদেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক প্ল্যাটফর্ম। এ বছর অনুষ্ঠানটিতে পুরস্কার প্রদান করা হয়েছে দশটি বিভাগে।
গেলো ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে এ আয়োজনের জন্য ভোট গ্রহণ চলে। ইউজারদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ী ক্রিয়েটরদের।
এবার ‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার’ হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নাদির। সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ট্রাভেল ক্রিয়েটর মি. মিক্সার রাশিক এবং সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান।
এছাড়া শিক্ষামূলক কনটেন্টে পুরস্কার পেয়েছেন স্যাম। ফুড ক্রিয়েটর সোহেব রহমানসেরা বিউটি ক্রিয়েটর তানিশা তাসনিম। এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা। স্পোর্টস ক্রিয়েটর মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ এবং উদীয়মান ক্রিয়েটর রাফসান আহমেদ।
উল্লেখ্য, বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়।
জেডএস/