যশোরের কেশবপুরে ইউপি চেয়ারম্যানকে পরিষদে যেতে বাঁধা দেয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মুনজুর রহমানের সমর্থক ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মুনজুর রহমান কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন।
গতকাল চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তাকে বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, পরে রাত সাড়ে ৭টার দিকে আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদ এলাকায় গেলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহি উদ্দিন অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে আহত করে। এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করেছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুরের সমর্থকেরা জানিয়েছে, তাদের ওপর প্রতিপক্ষরা আগে হামলা করে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
কেশবপুর থানার ওসি দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় পরিবেশ এখন শান্ত। ঘটনাস্থল থেকে কিছু কাঁচের বোতলের টুকরা পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই/এ