রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয়। রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পার্ট। এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার। দক্ষ-অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটি কর্তৃক ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তেলের দাম বাড়ানর বিষয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, সয়াবিন তেলের দাম এক লাফে ৮ বাড়িয়ে দিয়েছে। সয়াবিন তেলের বড় দুই আমদানিকারক এস আলম ও বসুন্ধরার উইকেট পড়ে গেছে। এস আলম দেশ থেকে পালিয়েছে, আর বসুন্ধরার ভূমিদস্যু মাফিয়াদের বিরুদ্ধে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট, বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। কাজেই এই মাফিয়ারা বাজারে কিছুটা সংকট তৈরি করেছে।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, খুচরা বিক্রেতারাও তেল লুকিয়েছে—তাই বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু এই সময়ে বাজার থেকে মাল সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারও দেখানোর কথা না। আপনারা (সরকার) যদি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেন, তাহলে আপনাদের আরও পস্তাতে হবে।
নির্বাচনের জন্য চাপাচাপি বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকার যদি দুই বছর থাকে, দেখেন না তারা দুই বছরে কী করতে পারে। আগেই নির্বাচনের জন্য অস্থির, নানা ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেয়া হচ্ছে।
আই/এ