খেলাধুলা

ইয়ামালকে বর্তমান ও ভবিষ্যৎ বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

কোন ফুটবলারের মধ্যে নিজের ছায়া দেখেন লিওনেল মেসি? সেই প্রশ্নে বর্তমান ও ভবিষ্যৎ মিলিয়ে লামিনে ইয়ামালকে বেছে নিলেন তিনি। স্প্যানিশ এই ফুটবলারের বয়স, পারফরম্যান্স ও তার সামনে অবারিত ভবিষ্যৎ- এই সবকিছুকেই বিবেচনায় নিয়েছেন মেসি। তবে মনে রাখার মতো এক ফুটবলারে পরিণত হতে, ইয়ামালের নিজের ওপর অনেককিছু নির্ভর করবে- সে কথাও স্পষ্ট করে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের একটি ইভেন্টে ইয়ামাল প্রসঙ্গে কথা বলেন মেসি। বছরের পর বছর ফুটবলপ্রেমী দর্শকদের দারুণ সব খেলা উপহার দিয়েছেন বার্সেলোনার সাবেক এই তারকা। বার্সার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামাল এখন মূল দলে খেলেন। ১৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে একেবারে ছোটবেলাতেই মেসির সাক্ষাৎ হয়।

কিশোর ইয়ামাল জাতীয় দল স্পেন ও বার্সাতে নিজের পায়ের জাদুতে এরমধ্যে মোহিত করেছেন পুরো বিশ্বকে। আর যখন প্রসঙ্গ আসে নিজের মধ্যে কার ছায়া দেখেন মেসি- তখন ইয়ামালকে বেছে নিতে খুব বেশি ভাবতে হয়নি তাকে।

একুশ শতকে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছে ইয়ামালের। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিনে বার্সার জার্সি গায়ে চড়িয়েছেন তিনি। এরমধ্যে সবশেষ ইউরো জিতেছেন স্পেনের হয়ে। ব্যক্তিগত দিক থেকেও ট্রফি অর্জন শুরু হয়ে গেছে তার, জিতেছেন ব্যালন ডিঅরে সেরা তরুণ ফুটবলের কোপা ট্রফি। এছাড়াও কাতালান ক্লাবটির হয়ে বেশ কিছু রেকর্ডে ঝলমল করছে ইয়ামালের নাম। 

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন লামিনে ইয়ামাল | লিওনেল মেসি | বার্সেলোনা