সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।
ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না সাকিব।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গত ১০ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকেই কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
গত সেপ্টেম্বরে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেন। সে ম্যাচে দুই ইনিংসে ৬৩ ওভারে ৯ উইকেট শিকার করেন তিনি।
প্রায় এক মাস পর কাউন্টিতে করা সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। এরপর গত ২ ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন তিনি। যেখানে ৪ ওভার বোলিং করেন। সেই পরীক্ষার পর নিয়মের মধ্যে না থাকায় নিষেধাজ্ঞার মধ্যে পড়লেন এই বাংলাদেশি তারকা।
এম এইচ//