খেলাধুলা

'আশা করি ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাতে পারবো'

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের কোনোটাতেই জিততে পারেনি টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য লড়াইয়ে নামবে দুই দল। এরমধ্যে সৌম্য সরকারের কণ্ঠে পাওয়া গেলো আত্মবিশ্বাস।

সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। 

দলের পারফরম্যান্সের ওপর ভালো করা সম্ভব মনে করেন সৌম্য। এই ওপেনার বলেন, ‘আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।

বোলারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করেন সৌম্য, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সৌম্য সরকার | বাংলাদেশ | ওয়েস্ট ইন্ডিজ