আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে যথাযথভাবে সাহায্য না করার অভিযোগে ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)

যেসব দেশ সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয় তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের সংবাদমধ্যম টাইমস অফ ইন্ডিয়াইন্ডিয়া টু ডের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। আর এই শপথ নেয়ার আগেই দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা অবৈধ অভিবাসীদের একটি তালিকা করেছে। তালিকায় ১৮ হাজার ভারতীয় নাগরিক আছেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা এদের মধ্যে অনেকই ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছে। তবে এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। বৈধতার আবেদন নিষ্পত্তিতে দু-তিন বছর সময় লাগতে পারে

যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬১ হাজার অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস। এরপর গুয়াতেমালার রয়েছে ২ লাখ ৫৩ হাজার অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন ৩৭ হাজার ৯০৮ জন অভিবাসী নিয়ে শীর্ষে। আর ভারত রয়েছে ১৩তম স্থানে

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | অসহযোগী | দেশের | তালিকায় | ভারত | | | | |