কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৩০ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৫ জন পুরুষ,তিন নারী ও ১২জন শিশু রয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির দক্ষিণ লম্বরীপাড়ার সাইফুলের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দৌঁড়ে পালিয়ে যায়। পরে সাইফুলের বসতবাড়ি থেকে পাচারের কথা বলে জিম্মি করে রাখা এসব ব্যাক্তিদের উদ্ধার করা হয়। মানব পাচারের উদ্দেশ্যে এদের আটক রেখে মুক্তিপণ চাওয়া হয়েছিলো বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় পলাতক আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
আই/এ