দেশজুড়ে

ইসলামি বক্তা তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে লঙ্কাকাণ্ড!

বায়ান্ন প্রতিবেদন

ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর ভক্তদের হামলায় আহত হয়েছেন পুলিশের বেশ কিছু সদস্য। পাশাপাশি ভাংচুর করা হয়েছে তিনটি গাড়ি।  

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াস উদ্দিন তাহেরী। হামলার ঘটনায় রোববার বেলা তিনটা পর্যন্ত কোনো মামলা হয়নি

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী প্রথম আলোকে বলেন, বিজয়নগরের চরইসলামপুরের নাজিরা বাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন গিয়াস উদ্দিন তাহেরী। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উসকানিমূলক বক্তব্য দেন। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলা করে তিনটি গাড়ি ভাঙচুর করেন তাঁর ভক্তরা।   

এর আগে গেলো শুক্রবার বিকেলে আখাউড়ার নিলাখাদ এলাকায় তাহেরীর একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে দিবাগত রাতে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ

 

এনএস/