নিন্দুকেরা বলে থাকেন বিয়ে ঠিক হয় স্বর্গে, আর ভাঙে মর্ত্যে। আর এই ভাঙা-গড়ার কাজটা খুব দ্রুতই সারতে পারেন হলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা। এসব তারকাদের অনেকেই আবার বিয়েতে বিশ্বাসী নন। তারপরও যারা বিয়ে করেছেন, সাত মিনিট থেকে দু্ মাস, তিন মাস কিংবা বছর না ঘুরতেই বিয়ের বারোটা বাজিয়ে দিয়েছেন অনেকে।তাদের বিয়ে-বিচ্ছেদের ঘটনা দেখলে অনেকের মনে উঠতে পারে- হলিউড তারকাদের বিয়ে পুতুল খেলার মত কিনা?
মডেল অভিনেত্রী রবিন গিভেন্স ও তার টেনিস প্রশিক্ষক মারিনোভিচের বিয়ের কথাই ধরা যাক। মাত্র ৭ মিনিট স্থায়িত্ব হওয়া তাদের বিয়ে নিয়ে নিন্দুকদের মুচকি হাসি- বিয়ের স্মৃতি হিসেবে একটা ছবিও তোলার সময়ও পেলেন নাবেচারা তারকা জুটি।
এটি ১৯৯৭ সালের ঘটনা। এর আগেবিশ্বখ্যাত বক্সার মাইক টাইসনের সঙ্গে এক বছরও টিকেনি গিভেন্সের বিয়ে।
ইতালিয়ান অভিনেতা রুডলপ ভ্যালেন্তিনো ও মার্কিন অভিনেত্রী জিন অ্যাকারের বিয়ে টিকেছিলো ৬ ঘণ্টা। লেসবিয়ান জিন বিয়ের ছয় ঘণ্টা পরই বিবাহের বিচ্ছেদ ঘটান।
রুডলপেরও কিছু করার ছিল না। কারণ বিবাহিত জীবনের ওই ছয় ঘণ্টাই হোটেল রুমে তাকে তালাবদ্ধ করে রেখেছিলেন জিন।
পপ সুপার স্টার ব্রিটনি স্পিয়ার্স-জেসন আলেক্সান্ডারের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিলো আড়াই দিনেরও কম। ২০০৪ সালের জানুয়ারিতে লাসভেগাসের একটি চার্চে গিয়ে ব্রিটনি বাল্যবন্ধু জেসনকে বিয়ে করে ঘোষণা দেন আজীবন একসাথে থাকার।
তবে বিয়ের ঠিক ৫৫ ঘন্টা পরই ওই ভালবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আরও দুটি বিয়ে করলেও কোনোটাই দু’বছর টিকেনি।
তৃতীয় স্বামী স্যামের সঙ্গে বিচ্ছেদের কারণ- ব্রিটনি তাকে মারধর করতেন ও কামড় দিতেন। সবশেষ গেলো অক্টোবরে নিজেকেই বিয়ে করেন ব্রিটনি।
১৯৯৮ সালের নভেম্বরেলাস ভেগাসে বিয়ে করেন অভিনেত্রী কারমেন ইলেক্ট্রা ও বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান। ওই বিয়েটিকেছিলো মাত্র নয় দিন।
বিচ্ছেদের কারণ খুবই সাদামাটা। মদ খেয়েমাতাল থাকায় রডম্যানের সঙ্গেবিয়ে হওয়া নিয়ে প্রশ্ন ওঠায়ডিভোর্সের আবেদন করেন ক্যামেরন।
৭ বছরের ডেটিং শেষে স্বামী-স্ত্রী হিসেবে মাত্র ১৩ দিনের সংসার ছিলো অভিনেতা মারিও লোপেজ ও মডেল অভিনেত্রী আলী ল্যান্ড্রীর।
২০০৪ সালে বিয়ে করলেও দুই সপ্তাহের মধ্যেই ল্যান্ড্রি জানতে পারেন লোপেজ তার সাথে সম্পর্কের সময় একাধিকবার অবিশ্বস্ত ছিল।
অভিনেতা এডি মারফি ও প্রযোজক ট্রেসি এডমন্ডসের বিয়ে টিকেছিলো মাত্র দুই সপ্তাহ। হলিউডের এই তারকা জুটি ২০০৮ সালের প্রথম দিনে বিয়ে করেন।
তবে দুই সপ্তাহ পর বিচ্ছেদের ঘোষণা দিয়ে এডি মারফি জানান, বিয়ে তার জন্য নয়।
হানিমুনের সময়েই বিচ্ছেদ হয়ে যায় ইথেল মারম্যান-আর্নেস্ট বর্গিনের। স্থায়ীত্ব হয়েছিলো মাত্র চার সপ্তাহ।
দুই ব্যর্থ বিয়ের পর ভিন্ন ভিন্ন ঘাট থেকে এসে জড়ো হয়েছিলেন দুজন। কিন্তু ব্যাপক ভেবেচিন্তে করা বিয়েটা টিকেনি একমাসও।
বিয়ের এক মাস আট দিন পরই আলাদা ঠিকানা হয়ে যায় ড্রিউ ব্যারিমোর ও জেরমি থমাসের।
তাকে বলা হয়ে থাকে তাৎক্ষণিক বিয়ে তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়া নায়িকা।১৯ বছর বয়সী ব্যারিমোর বিয়ে হয় একটি ডিস্কো বারে। ৩৮ দিনের মাথায় ব্যারিমোর বিচ্ছেদ ঘটান।
সুপার মডেল পামেলা অ্যান্ডারসন-রিক সলোমনের প্রথমবারের বিয়ে স্থায়ীত্ব হয় দুই মাস।মোট ছয়বার বিয়ের পিঁড়ীতে বসেন।
তবে রিক সলোমনকে বিয়ে করেন দু’বার। ২০০৭ সালের সেপ্টেম্বরে সলোমনকে বিয়ের দুই মাস বাদেই বিচ্ছেদ হয়ে যায়।
বেওয়াচ সিরিয়ালের লাস্যময়ী এই অভিনেত্রী এর আগে মিউজিশান কিড রিকের সঙ্গে বিয়ের পিড়ীতে বসেন। ওই বিয়ে টিকেছিল চারমাস।
১০ মিলিয়ন ডলার খরচ করে বিয়ে করেছিলেন কিম কার্দাসিয়ান ও ক্রিস হামপ্রিস। তাদের বিয়ের অনুষ্ঠান দেখেছে করেছে অন্তত ৩০ লাখের বেশি মানুষ।
শেষমেষ কী হলো? যত গর্জাল তত আর বর্ষাল না। মাত্র ৭২ দিন টিকেছিল সেই বিয়ে। বিচ্ছেদের কারণ- মতের অমিল।
লিসা ম্যারি প্রিসলী নিজের ২৫তম জন্মদিনে নিকোলাস কেজকে বিয়ে করেন। লিজেন্ডারী সিঙ্গার এলভিস প্রিসলির মেয়ে লিসার এই তৃতীয় বিয়েটি টিকেছিল মাত্র তিনমাস।
এর আগে, মাইকেল জ্যাকসনের সাথে নয় মাস দাম্পত্য জীবন ছিল তার।
এমআর//