রাজনীতি

ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন আটক

বায়ান্ন প্রতিবেদক

তামান্না জেসমিন রিভা ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।

ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাঁকে জনসম্মুখে আর দেখা যায়নি। এই অবস্থায় রোববার রাতে তাঁর আটকের খবর এল।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত-সমালোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন।

এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার তাদের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন রিভা