আন্তর্জাতিক

বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে উপমহাদেশের অন্যতম প্রধান এই তবলাবাদক সান ফ্রান্সিসকোর ওই হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার কারণে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। স্থানীয় সময় রোববার তিনি মারা যান।

ওস্তাদ জাকির হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানায়, দুই সপ্তাহ আগে হার্টের ও ফুসফুসের সমস্যা নিয়ে তাকে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা খুব একটা আশাবাদী ছিলেন না।

৭৩ বছর বয়সী এই শিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যে কারণে তার আসন্ন কয়েকটি কনসার্টও বাতিল করা হয়েছিল।

প্রসঙ্গত, জাকির হুসেন আল্লারাখা কুরেশী ছিলেন একজন ভারতীয় তবলাবাদক, সুরকার ও সঙ্গীত পরিচালক। তবলা বাদক ওস্তাদ আল্লা রাখার জ্যেষ্ঠ সন্তান ওস্তাদ জাকির হোসেনকে সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক হিসেবে গণ্য করা হয়।

১৯৫১ সালের ৯ই মার্চ ভারতের বোম্বেতে (বর্তমান মুম্বই) জন্মগ্রহণ করেন। তিনি বাবার কাছে মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানোর তালিম নেওয়া শুরু করেন। মাত্র সাত বছর বয়সে তিনি একক মঞ্চানুষ্ঠান করেন। জাকির হোসেন ১৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেন্ট জেভিয়ার্স কলেজ, মুম্বাই থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা জাকির হোসেন পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভারত সরকার তাকে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০২৩ সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে। এছাড়া তিনি ১৯৯০ সালে ভারত সরকারের সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার, সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ, ২০১৮ সালে রত্ন সদস্য পদক লাভ করেন। ১৯৯৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনডাউমেন্ট ফর দি আর্টসের ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন।

হুসেন সাতটি গ্র্যামি পুরষ্কারের মনোনয়ন থেকে চারটি পুরস্কার অর্জন করেন। এর মধ্যে ২০০৯ সালের ৮ই ফেব্রুয়ারি ৫১তম গ্র্যামি পুরস্কারে মিকি হার্ট ও জোভান্নি হিদালগোর সাথে তাদের যৌথ অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট-এর জন্য সমকালীন বিশ্ব সঙ্গীত অ্যালবাম বিভাগে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনটি গ্র্যামি অর্জন করেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন জাকির হোসেন | তবলাবাদক