৫৩ তম বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আকাশে বাংলাদেশের মানচিত্র একেছেন বাংলাদেশের শিক্ষানবিশ পাইলট ফাহিম চৌধুরী। আকাশে পুরো মানচিত্র তৈরি করতে ফাহিমের ২ ঘণ্টা ৩৮ মিনিট উড্ডয়ন করতে হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিক বিমানবন্দর থেকে আকাশে বাংলাদেশের মানচিত্রের রুটম্যাপ তৈরি করতে উড্ডয়ন করেন তিনি। ফ্লাইটটি অবতরণ করে রাত ১টা ৫৪ মিনিটে।
নিজের ফেসবুক আইডিতে মানচিত্রটি শেয়ার করলে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশে বসবারত বাংলাদেশিদের প্রশংসা পান ফাহিম।
জানা যায়, ফাহিম বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন। বর্তমানে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত আছেন।
সেসনা-১৭২ মডেলের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটটি পরিচালনা করেন ফাহিম। এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ। যিনি পুরো সময় তার পাশে ছিলেন।
এ বিষয়ে ফাহিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা মনে পড়লে, মুক্তিযুদ্ধের যে ত্যাগ ও সংগ্রাম, তা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এ ম্যাপের মাধ্যমে তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন, তা দেশের প্রতি তার ভালোবাসাকে আরও গভীর করে তোলে। স্বাধীনতা অর্জনের পেছনে যে পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রাম ছিল, তা ভেবে তিনি গর্বিত।
আই/এ