আন্তর্জাতিক

ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে: প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেস এমপি ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা

বাংলাদেশের মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত ফেসবুক পোস্টের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করেছেকংগ্রেস এমপি ও দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা।

ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ সালে বিজয় লাভ করেছে, সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এমন মন্তব্য করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। 

লোকসভায়  প্রিয়াঙ্কা গান্ধী বলেন,  পাকিস্তানি সেনাবাহিনী ভারত সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে এমন একটি ছবি নয়াদিল্লীতে থাকা সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নামানো হয়েছে...। আজকে বিজয় দিবস। প্রথমেই, ১৯৭১ সালে যুদ্ধ করার জন্য আমি আমাদের সেনাদের স্যালুট দিতে চাই। বাংলাদেশে যেটাই ঘটুক না কেনো, বাংলাদেশের জনগণ, আমাদের ভাইবোনদের কথা কেউ শুনছে না। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাঁকে স্যালুট জানাতে চাই। সবচেয়ে কঠিন সময়ে তিনি সাহস দেখিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেসময় বিজয় অর্জন করে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর চলা বর্ববরতার বিরুদ্ধে ভারত সরকারের উচিত প্রতিবাদ করা। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কথা বলা ও তাদের সমর্থন নেয়া।’

এর আগে,  সোমবার সকালে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। পোস্টে তিনি লিখেন, আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

মোদির এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু অনেক রাজনীতিবিদ।  

 

এনএস/