এনসিএল টি-টোয়েন্টি লিগে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা বিভাগের বিপক্ষে খুলনার পক্ষে এই সেঞ্চুরি করেন বিজয়। এই আসরে বিজয়ের হাত ধরে দ্বিতীয় সেঞ্চুরি এলো। এর আগে জিসান আলমের ব্যাটে এসেছিল আসরের প্রথম সেঞ্চুরি।
বিজয়ের ইনিংস শুরুর দিকে বেশ ধীরেই আগায়। খুলনার রান খুব বেশি হবে, তেমনও মনে হচ্ছিল না। তবে শেষপর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে খুলনা বিভাগ।
নুরুল হাসান সোহান বিজয়কে ভালো সমর্থন দিয়েছেন। বিজয় ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ১০ টি চার ও ৫ ছক্কা। অন্যদিকে সোহানের ব্যাটে ২৩ বলে ৩৪ রান আসে। যেখানে ছিল ১ টি চার ও ২ টি ছয়ের মার।
খুলনার দেয়া লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি ঢাকা। ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান পর্যন্ত করতে পারে তারা। এতে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিজয়রা। এই জয়ে ৫ ম্যাচ খেলে ২ টি জয়ের স্বাদ পেলো খুলনা বিভাগ।
এম এইচ//