খেলাধুলা

ব্রিসবেন টেস্ট, চতুর্থ দিন

অস্ট্রেলিয়ায় পিছিয়ে থাকা ভারতের ফলো-অন এড়িয়ে স্বস্তি

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

বৃষ্টিতে চারবার খেলা বন্ধ হয়ে যায়। ভারতের ভঙ্গুর ইনিংসে মনে হচ্ছিল ফলো-অন এড়ানো সম্ভব নয়। অস্ট্রেলিয়ার ছিল প্রস্তুতি, সুযোগ হলে ভারতকে ফলো-অনে পাঠাবে তারা। তবে ৯ উইকেট পতনের পর জাসপ্রীত বুমরাহ ও আকাশ দ্বীপের ৩৯ রানের জুটিতে ফলো-অন এড়িয়েছে ভারত।

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৪৪৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৫১ রান দিন শেষ করে রোহিত শর্মার দল। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে পঞ্চম উইকেট পড়ে ৭৪ রানের মাথায়, বিদায় নেন রোহিত।

এরপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা দলের হাল ধরেন। এই জুটি ৬৭ রান যোগ করে। রাহুল ৮৪ রান ও জাদেজা ৭৭ রান করে দলকে অনেকখানি এগিয়ে দেন।

রাহুলের বিদায়ের পর, নীতিশ রেড্ডির সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন জাদেজা। নীতিশ ফেরার পর মোহাম্মদ সিরাজ ও জাদেজাও খুব তাড়াতাড়ি প্যাভিলয়নের পথ ধরেন। তখন দলের রান ২১৩। ফলো-অনে নিশ্চিতভাবেই পড়তে যাচ্ছে ভারত, এমনটাই মনে হচ্ছিল।

তবে বুমরাহ ও আকাশের ৩৯ রানের কার্যকরী জুটির দেখা মেলে তখনই। বুমরাহ ১০ রানে, আকাশ ২৭ রানে অপরাজিত আছেন। ভারত ৯ উইকেট হারিয়ে ২৫২ রানে দিন শেষ করেছে। অস্ট্রেলিয়ার থেকে এখনো ১৯৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা। 

এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন অস্ট্রেলিয়া | ভারত | জাসপ্রীত বুমরাহ | আকাশ দ্বীপ